
জুম মিটিংয়ের মধ্যেই মাঝ বয়সী এক দম্পতির প্রে’মের প্রকাশ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। সামাজিকযোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তা দেখে নেটিজেনরা একবাক্যে মেনেছেন,এই বয়সে এমন প্রে’ম সত্যিই দারুণ। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জুম কল মিটিংয়ে অনলাইনে নানা বিষয়ে
কথা বলতে ব্যস্ত আছেন। এ সময় ঘরে প্রবেশ করেন একজন নারী। কোনো দিকে না তাকিয়েই তিনি স্বামীর ওপরঝুঁ’কে পড়েন তাকে চু’ম্ব’নের জন্য। আর তাতে রীতি মতো অপ্রস্তুত হয়ে পড়েন ওই ব্যক্তি। কোনো রকমে পাশকাটিয়ে স্ত্রীর ‘চু’ম্বন’ এড়াতে দেখা যায় তাকে। ইঙ্গিতে ল্যাপটপ দেখিয়ে এবং তাতে চলা লাইভ জুম কল মিটিং চলার
কথা বলেন স্ত্রীকে। জবাবে একটুও অ’প্র’স্তুত না হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে মিষ্টি হেসে দেন স্ত্রী। ভিডিওটি এরইবহু মানুষ শেয়ার করেছেন। ভারতের শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা থেকে শুরু করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দমাহিন্দ্রাও শেয়ার করেছেন ভিডিওটি। হর্ষ বিবরণে লিখেছেন, মজার জুম কল। আনন্দ অবশ্য আরও এক ধাপ
এগিয়ে ভিডিওতে থাকা নারীকে বছরের সেরা স্ত্রী-র খেতাবের জন্য মনোনীত করেছেন। এমনকি লিখেছেন, স্বামীব্যক্তিটি যদি অতি সচেতন না হয়ে স্ত্রী-র আদরে সাড়া দিতেন, তবে তাদের বছরের সেরা দম্পতি হিসেবেও মনোনীতকরতাম আমি। দরে সাড়া দিতেন, তবে তাদের বছরের সেরা দম্পতি হিসেবেও মনোনীত করতাম আমি।
Leave a Reply